মোহনা বিশ্বাস,বিনোদন ডেস্কঃ
গোটা পৃথিবী জুড়ে এখন একটাই ধ্বনি, করোনা। কোভিড-১৯ এর ছোবলে কুপোকাত ভারতও। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। প্রায় স্তব্ধ হয়েছে জনজীবন। বন্ধ রয়েছে বলিউড-টলিউডের সমস্ত শুটিং। এরই মধ্যে এল সুখবর।
দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে ‘দরমিয়া’ টাইটেলের একটি গান। অভিষেক বসুর পরিচালনায় এই গানটি গেয়েছেন মধুরা ভট্টাচার্য।’কার্মিক ভেঞ্চারস্’ প্রযোজিত এই গানটি রচনা করেছেন সুচেতনা দে। ‘দরমিয়া’ গানের মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন শুভজিৎ ভৌমিক এবং শুভাশিস মণ্ডল। ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ইন্ডিয়া থেকে অতি শীঘ্রই প্রকাশিত হবে এই মিউজিক ভিডিওটি।
আরও পড়ুনঃ উইন্ডোজের পয়লা উপহার ‘লকডাউন শর্টস’
দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত মধুরা ভট্টাচার্যের কণ্ঠে ‘দরমিয়া’ শ্রোতার মন কতটা ছুঁয়ে যাবে তা সময় বলবে। ৩০ এপ্রিল দাদা সাহেব ফালকে পুরস্কারের ফলাফল ঘোষণা করা হবে। ওইদিনই জানা যাবে যে মনোনীত গানগুলির মধ্যে কোন গানটি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হবে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে টিম ‘দরমিয়া’কেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584