নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
একে তো দলের পারফরমেন্স ভালো নয়। তারপর খারাপ খবর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে।
কুঁচকিতে চোটের জন্য এই আইপিএলে অনিশ্চিত সিএসকের ক্যারিবিয়ান অল রাউন্ডার ড্যারেন ব্র্যাভোর।
এদিন তার চোটের কথা জানান সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং। ব্র্যাভোর চোট নিয়ে ফ্লেমিং বলেন, ‘ব্র্যাভোর কুঁচকিতে সমস্যা হয়েছে। চোটের কারণে গতকালের ম্যাচের শেষ ওভারটিতে করতে পারেননি ব্র্যাভো। এজন্য সে খুবই হতাশও। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে আপাতত বুঝতে পারছি, দুই সপ্তাহের জন্য হয়তো মাঠের বাইরে থাকতে হবে ব্র্যাভোকে।’
আরও পড়ুনঃ আইপিএলের ইতিহাসে রাবাডা
এই আইপিএলে প্রথম দিকে চোটের জন্য নামতে পারেননি তিনি, চোট সারিয়ে নেমে ফের চোট। ব্র্যাভোকে হারিয়ে এবার বিপদে পড়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করে লীগ টেবিলে ৬ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস।
প্লে অফে যোগ্যতা অর্জন করার রাস্তা তাদের কাছে বেশ কঠিন। এই পরিস্থিতিতে ব্র্যাভোর এরকম চোট চিন্তার কারণ চেন্নাই শিবিরে। আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584