তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
আজ উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রবীন্দ্র ভবনে কালিয়াগঞ্জের দাসিয়া চিমাই চন্ডী মুখোশ নৃত্য দলের শিল্পীরা উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী দিনে মাতিয়ে দিল।দাসিয়া চিমাই চন্ডী মুখোশ নৃত্য দলের দলনেতা তথা সম্পাদক ভেলসু দেবশর্মা বলেন তাদের মুখোশ নৃত্য দল বৃহস্পতিবার উত্তরবঙ্গ উৎসবের প্রথম দিনে মুখোশ নৃত্যের মাধ্যমে মানুষের মন জয় করতে সমর্থ হয়েছে।
ভেলসু দেবশর্মা বলেন আজকে তাদের মুখোশের দল।যে সমস্ত মুখোশের নাচ দেখিয়েছে তার মধ্যে বুরাবুড়ির নৃত্য,কালি নৃত্য,বাঘের লড়াই,হনুমান মাখনা নৃত্য,সবশেষে মহিষাসুর বধ তারা দেখিয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে দিয়েছেন।মুখোশ শিল্পী ভেলসু দেবশর্মা বলেন তাদের দাসিয়া চিমাই চন্ডী মুখোশের দল রাজ্যের বিভিন্ন শহরে অনুষ্ঠান করে ইতিমধ্যেই যথেষ্ট সুনাম পেয়েছেন।
আরও পড়ুনঃ দিনহাটায় পৌর-ছাত্র-যুব উৎসবের শুভ সূচনা
দাসিয়া চিমাই চন্ডী দলে যারা মুখোশ নৃত্য মূল শিল্পী তাদের মধ্যে গোবিন্দ সরকার,অতি দেবশর্মা,সুনীল দেবশর্মা,আশা নন্দ সরকার,বেনু বর্মন,প্রদীপ দেবশর্মা,হালু বর্মন,পচকটু বর্মন ও অনিল দেবশর্মা অত্যন্ত ভালো অভিনয় করে থাকে।উত্তরবঙ্গ উৎসব কমিটির সদস্য সচিব তথা জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস জানান আজ থেকে দুদিন ব্যাপী উত্তরবঙ্গ উৎসবের সূচনা জরেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন।
রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহর পরিক্রমা করে রায়গঞ্জ রবীন্দ্র ভবনে পৌঁছায়।উৎসবের দুই দিন স্থানীয় ও বহিরাগত বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584