নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দাসপুরের ক্যুইজ সংস্থা ক্যুইজ ও ম্যানিয়া ধীরে ধীরে দাসপুরের বুকে এক স্থায়ী জায়গা করে নিচ্ছে।তাদের আধুনিক ক্যুইজ পদ্ধতি, কম্পিউটারের মাধ্যমে স্টেজ সো,স্ক্রিনের মাধ্যমে অডিও ভিজুয়াল শো দর্শকদের মন মাতিয়ে তোলে।
সন্দীপ দে,অরিন্দম সামন্ত,ক্যুইজ মাস্টার সৌমের মত আট দশজন শিক্ষক বা চাকুরিজীবীদের দ্বারা তৈরি এই ক্যুইজ টিম। এই ক্যুইজ শো থেকে যা অর্থ উঠে আসে সেই অর্থ তারা অসহায় ছাত্রছাত্রী কিংবা গরীব দুঃখীদের মধ্যে খরচ করে।বছরের শুরুতেই ১ জানুয়ারি কুইজ ও ম্যানিয়ার উদ্যোগে আয়োজিত হয় ক্যুইজ ফিস্ট।সেখানে রাত পর্যন্ত চলে ক্যুইজ প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় এলাকা এলাকার বাইরের বহু স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
ওই সংস্থার পক্ষে সন্দীপ বলেন,আমরা সবাই বিভিন্ন কাজে যুক্ত কিন্তু ঘাটাল মহকুমার বুকে থেকে কিছু করে তার আয় দিয়ে আর্ত মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ। আমরা সব ধরনের ক্যুইজ শো করি।
আরও পড়ুন: খেলার মাঠ থেকে নিখোঁজ যুবক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584