করোনা চিকিৎসায় রাজ্যের বেসরকারি হাসপাতালের তথ্য প্রকাশ করে চালু সরকারি ওয়েবসাইট

0
224

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের দাপটে নাজেহাল বিশ্ববাসী। পৃথিবীর অন্য দেশগুলোর মতোই ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। তারপর রাজ্য ঘুরে পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। রাজ্যে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। কিন্তু করোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলোতে কী পর্যাপ্ত বেড পাওয়া যাচ্ছে? এবার করোনা রোগীদের হয়রানি কমাতে বেসরকারি হাসপাতালে খালি শয্যার সংখ্যার তালিকা প্রকাশ করা শুরু করেছে রাজ্য সরকার।

WB govt health and welfare department | newsfront.co
ওয়েবসাইটের স্ক্রিনশট

গত সপ্তাহে নবান্নে বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তার ২ দিনের মধ্যেই চালু হয়েছে সেই প্রক্রিয়া। এবার থেকে প্রতিদিন স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে মিলবে এই আপডেট।

বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন মুখ্যসচিব। বেসরকারি হাসপাতালগুলোর করোনা চিকিৎসায় বিপুল অর্থ নেওয়ার অভিযোগ তো আছেই। এর পাশাপাশি করোনা রোগীকে ফিরিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সরকারের দাবি, করোনা চিকিৎসার জন্য কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা রয়েছে সে সম্পর্কে তথ্য না থাকায় বেসরকারি হাসপাতালে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়ছেন করোনা রোগীরা। এমনকী বেড খালি থাকলেও রোগী ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এসেছে স্বাস্থ্য দফতরের কাছে।

আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালের বিল নিয়ে কড়া অবস্থান, নজরদারিতে কো-অর্ডিনেটর নিয়োগ রাজ্যের

এর পরই প্রতিদিন কোন বেসরকারি হাসপাতালে কত করোনা চিকিৎসার শয্যা খালি রয়েছে তা জানাতে হবে বলে নির্দেশ দেন মুখ্যসচিব। সেই নির্দেশ মেনেই গত শুক্রবার থেকে প্রত্যেকদিন স্বাস্থ্য দফতরকে করোনা চিকিৎসার জন্য খালি শয্যার সংখ্যা জানানো শুরু করেছে হাসপাতালগুলি। রাজ্য সরকার সেই তথ্য রোজ আপডেট করছে ওয়েবসাইটে। করোনা চিকিৎসার জন্য আজকে কোন হাসপাতালে কত শয্যা খালি তা জানতে এই লিঙ্কে ক্লিক করুন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here