দাঁতনে নাট‍্য উৎসব

0
275

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

datan drama festival
নিজস্ব চিত্র
datan drama festival
নিজস্ব চিত্র
datan drama festival
নিজস্ব চিত্র

মহাসমারোহে আনুষ্ঠানিক ভাবে সূচনা হল ষষ্ঠ বর্ষীয় “দাঁতন নাট্য উৎসব।” দাঁতনের রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন দাঁতন ভট্টর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পবিত্র মিশ্র। উপস্থিত ছিলেন দাঁতন-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনন্ত মান্ডি প্রমুখ ।
উদ্বোধনী দিবসে “বলভদ্রপুর উদ্যোগ নাট্য সংস্থা”- র পক্ষ থেকে সারা জীবনের নিরলস নাট্য চর্চা ও যাত্রাশিল্পে অবদানের জন্য জীবনকৃতী সম্মাননা প্রদান করা হয় ষাটের দশকের তিনজন যাত্রাশিল্পীকে। নাট্য উৎ্সবের ছয় বছরের যাত্রা কে স্মরণীয় করে রাখতে প্রকাশিত হয়েছে “না-talk” পত্রিকার বিশেষ নাট্য-উৎসব সংখ্যা । সম্পাদনা করেছেন বিশিষ্ট কবি ও নাট্যাভিনেতা সন্তু জানা ।

datan drama festival
নিজস্ব চিত্র
datan drama festival
নিজস্ব চিত্র

নাটক হল লোকশিক্ষার একটি গণমাধ্যম ।
২০১৪ সালে শুধুমাত্র নাটকের চর্চা ,প্রচার ও প্রসারের জন্যই শুরু হয়েছিল দাঁতন নাট্য উৎসব । ২০১৯ সালে ছয় বছরে পদার্পন করলো । সংস্থার অন্যতম সদস্য ও চিত্রশিল্পী বরুণ সাহু-র কথায় –আমরা গত কয়েক বছরে দাঁতন এবং সংলগ্ন এলাকায় আলাদা করে নাটকের দর্শক তৈরি করতে পেরেছি ,এটাই আমাদের প্রাপ্তি ।
উত্সবের যুগ্ম সম্পাদক অমৃত দাশ জানালেন উদ্যোগ নাট্য সংস্থার সাফল্যের কারনেই পূজা পাল বা রুপময় চট্টোপাধ্যায়ের মতো তরুণ শিল্পীরা নাটকের কাজে এগিয়ে এসেছে ।
প্রাসঙ্গিক ভাবে বলা যায় যে প্রকৃত ইচ্ছের মধ্যেই শক্তি লুকিয়ে থাকে ।তাইতো কেউ শিক্ষক ,কেউ ব্যবসায়ী ,কেউ চিত্রকর ,কেউ কবি অথবা কেউ বেকার —সবাই মিলে মিশে গড়ে তুলেছেন এই নাট্য সংস্থা । অসীম মিশ্র ,অমৃত দাশ ,বরুণ সাহু ,সন্তু জানা , ত্রিদিব সাঁতরা, শক্তি হুদাইত ,সুবিমল দাশ , প্রমুখ মানুষ জনের কাছে তাই নাট্য উৎ্সব হল একটি স্বপ্নের সত্যি হওয়া ।
দাঁতনের এই নাট্য উৎ্সব সম্পন্ন হয়েছে ৩ থেকে ৬ জানুয়ারি চার দিন ব্যাপী ।প্রতিদিন সন্ধ্যায় কলকাতা , বর্ধমান , ২৪ পরগনা , ঝাড়গ্রাম সহ জেলার বিখ্যাত নাট্য দলগুলির নাটক উপভোগ করার সুযোগ পেয়েছেন নাট্যপ্রেমী বহু মানুষ । অসামান্য অভিনয় প্রদর্শন করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী আলোকপর্না গুহ এবং বিখ্যাত নাট্যাভিনেতা মুরারী মুখোপাধ্যায় প্রমুখ ।
বর্তমান সময়ের বিপথগামী মানুষের কোমল মনে স্বচ্ছ ও সাবলীল ভাবনার উন্মেষ ঘটাতে লোকশিক্ষার প্রাচীন ও জনপ্রিয় মাধ্যমকে হাতিয়ার করে উদ্যোগ নাট্য গোষ্ঠীর এই উদ্যোগ যে যথেষ্ট গভীর প্রভাব বিস্তারকারী ,একথা স্বীকার করতেই হয় ।

datan drama festival
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার,মায়ের পরকীয়া সম্পর্কের ফল দাবী স্থানীয়দের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here