সুদীপ পাল,বর্ধমানঃ
বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।মরণাপন্ন বাবাকে বাঁচাতে এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন মেয়ে৷পূর্ব বর্ধমানের ভাতার বাজার সারদা পল্লির বাসিন্দা সোমা প্রামাণিক নামে ওই তরুণী তাঁর বাবার ছবি পোস্ট করেছেন ফেসবুকে৷ ভাতার বাজার এলাকার সারদা পল্লির বাসিন্দা সোমা প্রামাণিক।বাড়িতে রয়েছেন তাঁর বাবা শৈলেনবাবু ও মা ঝর্ণাদেবী।
শৈলেনবাবু বাঁকুড়ার একটি ইটভাঁটায় কাজ করতেন।কাজ করতে করতেই শৈলেনবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারান।বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কিছুদিন রেখে চিকিৎসা করানো হয় তাঁকে। চিকিৎসকরা জানান, শৈলেনবাবু ব্রেন স্ট্রোকে আক্রান্ত।সোমা বলেন,”বাবার ব্রেন অপারেশন করাতে হবে।অপারেশন না করালে, ডাক্তারবাবুরা বাবাকে বাড়ি নিয়ে চলে আসতে বলেন।টাকার অভাবে বাবা একই অবস্থায় পড়ে রয়েছেন।কোনও দিশা পাচ্ছি না।”
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় বায়ুসেনাদের ভুয়ো ছবি , দেশপ্রেম প্রদর্শনে লাইক কমেন্ট ও শেয়ারের ছড়াছড়ি
এরই সাথে টানা বিছানায় থাকার ফলে তাঁর শরীরের বেশ কিছু অংশে বেড সোর হয়ে গিয়েছে।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই সবাইকে পাশে থাকার আবেদন করছেন তরুণী।এই অবস্থায় সুহৃদয় ব্যক্তিদের সাহায্যের আশায় রয়েছে গোটা পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584