সোশ্যাল মিডিয়ায় বায়ুসেনাদের ভুয়ো ছবি , দেশপ্রেম প্রদর্শনে লাইক কমেন্ট ও শেয়ারের ছড়াছড়ি

0
248

ওয়েবডেস্কঃ

গত ২৬ শে ফেব্রুয়ারী ভারতীয় বায়ুসেনা বাহিনীর তত্ত্বাবধানে পাকিস্তানের বালাকোটায় প্রত্যাঘাতের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু ছবি নিয়ে শুরু হয়ে গেছে জোর তোলপাড় ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আলাদা আলাদা বিভিন্ন পোস্টে উর্দি পরিহিত বায়ুসেনার ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে এই বায়ুসেনারাই নাকি পাকিস্তানের বালাকোটায় প্রত্যাঘাতে নেতৃত্ব দিয়েছিলেন ।

আশ্চর্যের বিষয় হলো ছবিগুলো কীভাবে পাওয়া গেল ? ছবিগুলোর সত্যতাই বা কী ? এসব যাচাই না করেই দেশপ্রেম প্রদর্শন করতে নেটিজেনরা হুড়হুড় করে লাইক, কমেন্ট ও শেয়ার করে চলেছেন ফেসবুক – টুইটারের ওয়াল জুড়ে ।

তবে এই ছবির সত্যতা যাচাই করতে মাঠে নামে এ.এল.টি. নিউজ । বায়ুসেনাদের এই ছবিগুলি যে পাঠানকোটায় প্রত্যাঘাতের অনেক আগে থেকেই ইন্টারনেটে রয়েছে তার খোলস উন্মোচন করে এই সংবাদ সংস্থা।

ছবি-১

যেমন প্রথম ছবিতে দেখা যাচ্ছে চারজন বায়ুসেনা বাঁ হাতে হেলমেট ধরে ডান হাত অগ্রভাগে বাড়িয়ে বেশ দৃঢ়চেতা ভঙ্গিতে রয়েছে ।  একটি ওয়েবসাইটে প্রকাশিত ২০১১ সালের একটি ব্লগে “পাইলট লাইসেন্স কোর্স  ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় একাডেমি” ( Pilot License Course Indira Gandhi Rashtriya Uran Akademi) এই ছবিগুচ্ছ প্রকাশিত হয়।

আরও পড়ুনঃমহিলা পাইলটের নকল নাম, ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ছবি-২

ভাইরাল হওয়া দ্বিতীয় একটি ছবিতে দেখা যাচ্ছে উর্দি পরিহিত আটজন বায়ু সেনা হাতে হেলমেট নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন । পাকিস্তানের পাঠানকোটায় প্রত্যাঘাতের পর দাবি করা হচ্ছে এই বায়ু সেনারা নেতৃত্ব দিয়েছিলেন । কিন্তু ইন্টারনেটে দেখা যাচ্ছে ২০১৫ সালের ৭ ই আগস্ট প্রকাশিত একটি ব্লগে “ইন্ডিয়াস সু – ৩০ এমকেআই ফ্ল্যাঙ্কার্স স্পার্ড উইথ রয়েল এয়ার ফোর্স টাইফুন” (india’s Su-30MKI Flankers Sparred With Royal Air Force Typhoons) শিরোনামে এই ছবি আগেই প্রকাশিত হয়েছে ।

ছবি-৩

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তৃতীয় একটি ছবিতে  দেখানো হচ্ছে উর্দি পরিহিত চারজন বায়ুসেনা হাতে হেলমেট নিয়ে সামনে এগোচ্ছেন । একইভাবে এই ছবিটিও  অনেক আগেই ২০১৫ সালের অক্টোবর মাসে ” জয়েন্ট এক্সারসাইজ বিটুইন দি ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড রয়াল ইন্ডিয়ান ফোর্স “‘এক্সারসাইজ ইন্দ্রধানুস’ ২০১৫” (Joint exercise between the Indian Air Force and Royal Air Force “Exercise Indradhanush” 2015.) শিরোনামে  প্রকাশিত হয়েছে ।

প্রসঙ্গত উল্লেখ্য , একজন মহিলা পাইলটের নকল নাম দিয়ে প্রকাশিত একটি ভুয়ো খবরের সত্যতা যাচাই করতে সংবাদসংস্থা বুম লাইভ ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের সাক্ষাৎকার নিলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক জানান ” আমরা কোন অফিসারের নাম প্রকাশ করিনি । এমনকি বিদেশ সচিব ছাড়া ভারতীয় বায়ুসেনা বাহিনী থেকে সরকারিভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি । এই ধরনের সমস্ত দাবি গুলোই ফেক । “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here