নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
পিতা সুখেন্দ্রনাথ বসুর প্রয়াণ দিবসে কন্যা মেদিনীপুর শহরের বেড়বল্লভপুর এলাকার বাসিন্দা গোয়ালতোড় গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষিকা অন্তরা বসু জানা ও জামাতা কলাইমুড়ি নেতাজী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ জানার উদ্যোগে এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় শনিবার মেদিনীপুর শহরের বেড়বল্লভপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে ৪ জন মহিলাসহ মোট তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন আধিকারিক মদন মোহন দে, প্রাক্তন শিক্ষক শিশির কুমার চক্রবর্তী, মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, সমাজসেবী কল্পনা মুখার্জী, বেড়বল্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেনেডী রায়, কুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তী, সদস্য স্নেহাশিষ চৌধুরী, আল্পনা দেবনাথ বোস, অরিন্দম দাস, শবরী বসু, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সূর্যশিখা ঘোষ, সুতপা বসু, শবরী বসু,স্বর্ণলতা বেরা, শুভ্রাংশু শেখর সামন্ত, সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক, মুস্তাফিজুর রহমান, রাহুল কোলে প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এদিন অন্তরা বসু জানা জানান, তাঁর অনেক দিনের ইচ্ছে ছিল তাঁর বাবার প্রয়ান দিবসে সমাজসেবা মূলক কর্মসূচি করার। আর সেই লক্ষ্যে এদিনের রক্তদান শিবিরের আয়োজন। পাশাপাশি এদিন এই শিবির সফলভাবে অনুষ্ঠিত আয়োজিত হওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন সকলকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584