নারিন-কুলদীপকে নিয়ে আশাবাদী নাইটদের মেন্টর

0
67

অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ

গত বছর আইপিএলে ভালো বোলিং করতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের দুই স্পিনার সুনীল নারিন ও কুলদীপ যাদব। তবে এবার পরিস্থিতি আলাদা, ফলে তারা জ্বলে উঠতেই পারেন এমনটাই বলছেন প্রাক্তন নাইট তথা কেকেআরের মেন্টর প্রাক্তন অজি অলরাউন্ডার ডেভিড হাসি।

Narine Kuldeep | newsfront.co
নারিন-কুলদীপ

তিনি এদিন দলের অনুশীলন শেষে বলেন, ‘খারাপ সময় যেতেই পারে তবে মনে রাখতে হবে যে সুনীল নারিন বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। যে কোনও পরিস্থিতিতেই ও বিপজ্জনক। ওকে খেলা খুব কঠিন হয়। যে কেউ ওকে টিমে চাইবে, আমরা ভাগ্যবান ওকে পেয়ে। তাছাড়া শুধু তো বল নয় ব্যাট হাতেও ও কতটা বিধ্বংসী সেটা সবাই দেখেছে।’

David Hussey | newsfront.co
ডেভিড হাসি

আরও পড়ুনঃ প্রথম মার্কিন ক্রিকেটারকে নিল কেকেআর

এছাড়া তরুণ ভারতীয় চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে নিয়ে হাসি জানান, ‘গত বছর ওর ভালো যায় নি তবে তাঁর আগের বছরগুলো ও কেকেআর’কে সাফল্য দিয়ে এসেছে। আশা করি ও সেই খারাপ সময়টা ভুলেই এসেছে।

আরও পড়ুনঃ মরগ্যান, কামিন্সকে প্রথম ম্যাচ থেকেই পাবে নাইটরা

তাছাড়া কুলদীপ নেটে সেরা ছন্দে আছে। ভাল বল ঘোরাচ্ছে। বোলিংয়ের সব অস্ত্র প্রয়োগ করছে। বৈচিত্র দেখতে পাচ্ছি ওর বোলিংয়ে। এখানকার উইকেটও ওকে সাহায্য করছে। রাতের দিকে ম্যাচে গরমে ওকে খেলা কঠিন হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here