শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
ফর্মহীনতায় ভূগে আইপিএলে নেতৃত্ব হারিয়েছিলেন, বাদও পড়েছিলেন। তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের নায়ক। এবার আইসিসির বিচারে নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার। মেয়েদের ক্ষেত্রে এই সম্মান পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথুজ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা হয়েছিলেন ওয়ার্নার। তার দারুণ ব্যাটিংয়ের সৌজন্যেই অস্ট্রেলিয়া প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। গত মাসের পারফরম্যান্স বিচারে এইপুরস্কার পাওয়ার ক্ষেত্রে ওয়ার্নার হারান পাকিস্তানের ওপেনার আবিদ আলি এবং নিউজিল্যান্ডের জোরে বোলার টিম সাউদিকে। ওয়ার্নার এবারই প্রথম মনোনীত হয়েছিলেন। প্রথম সুযোগেই জিতে নিলেন পুরস্কার।
আরও পড়ুনঃ কোচ হাবাসের ভুলে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান
অন্যদিকে, হেলি ম্যাথুজ ওয়ানডে ক্রিকেটে ব্যাট-বল, দু’টিতেই সফল হয়েছেন। তার সঙ্গে পারফরম্যান্সের বিচারে লড়াইয়ে ছিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনম আমিন এবং বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আখতার। ম্যাথুজ জুলাই মাসেও সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু সে বার মাসের সেরা পুরস্কার পেয়েছিলেন স্টেফানি টেলর। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আইসিসি এই পুরস্কার দেওয়া শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584