দাড়িভিটে প্রচারে দেবশ্রী

0
70

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

davita election promotion by devershee
নিজস্ব চিত্র

“মা দুটো দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে আর ছেলে দুটোকে মাটির নিচে ফেলে রেখে রাজনীতি করছে রাজ্য সরকার” ইসলামপুরের দারিভিটে প্রচারে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।এদিন করনদিঘী ও ডালখোলা দলীয় কার্য্যালয়ে কর্মীদের সাথে দেখা করেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

davita election promotion by devershee
নিজস্ব চিত্র

সুর্যাপুর টোল গেটে বিজেপি প্রার্থীকে স্বাগত জানানো হয়, সাথে ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিশ্বনাথ মৃধা।চাকুলিয়া ব্লকের কানকি রামদেব বাবা মন্দিরে পুজো সেরে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এরপর পাঞ্জিপাড়া হয়ে ইসলামপুর দলীয় কার্য্যালয়ে কর্মীরা তাঁকে স্বাগত জানান এরপর দেবশ্রী দারিভিট পৌঁছন।দারিভিটে দলীয় কার্যালয় উদ্বোধন করে ছাত্র আন্দোলনে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের মায়েদের জড়িয়ে ধরে সুবিচারের দাবীতে আশ্বস্থ করেন দেবশ্রী।

আরও পড়ুনঃ হুড খোলা গাড়ির চেনা ছবিতেই সমর্থক পরিবৃত হয়ে মনোনয়ন জমা দেবশ্রীর

davita election promotion by devershee
নিজস্ব চিত্র

দারিভিট হাই স্কুলের মাঠ ধরে দলীয় কর্মীদের ভারত মাতা কি জয় স্লোগানের মধ্য দিয়ে দুই নিহত ছাত্রের কবরস্থলে পৌঁছান দেবশ্রী।সমাধিতে প্রণাম জানিয়ে তাঁদের বলিদান ব্যর্থ হবে না,খুনিদের কঠোরতম শাস্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দেবশ্রী বলেন,স্বাধীনতার পর থেকে এখানে সিপিএমের কংগ্রেসের সাংসদ হয়েছেন মন্ত্রী হয়েছেন,কিন্তু শুধুমাত্র বাক্য দিয়ে কাটিয়েছেন।

davita election promotion by devershee
নিজস্ব চিত্র

তৃণমূলের মুখ্যমন্ত্রী শুধুমাত্র ইগোকে ধরে রাখার জন্য এইমস হাসপাতাল হতে দিলেন না।হাসপাতালে নিয়ে যাবার পথে যে সন্তান পিতৃহারা হয় তাঁকে জিজ্ঞেস করুন।এরা উত্তরবঙ্গকে এতদিন ধরে বঞ্চিত করে রেখেছে।কত পারসেন্ট আমার দিকে ভোট আছে, কারা বিজেপিকে ভোট দেবে কারা বিজেপির ভোট ভাঙবে শুধুমাত্র এই ইস্যুতে রাজনীতি করা।এর বিরুদ্ধে আমার এখানে আসা।উত্তরবঙ্গের উন্নয়ন করতেই হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here