নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
এবার ভারতীয় সিনিয়র ক্রিকেট টিমে সুযোগ পেয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দয়ানন্দ গরানী। জানা গিয়েছে আগামী ১২ নভেম্বর, ২০২০ ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে সে। এবারের আই.পি.এল. এ কিংস ইলেভেন পাঞ্জাব টিমে ও বিগত প্রায় পাঁচ বছর ধরে অন্ধপ্রদেশ রঞ্জি টিমে তার লাগাতার ভালো পারফরম্যান্স এই সুযোগ তাকে এনে দিল।
মূলতঃ তাকে থ্রো ডাউন বোলার ও অ্যাসিস্ট্যান্ট ম্যাসিওর হিসেবে এই সুযোগ দেওয়া হলো। আমরা জানি খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়াতে বর্তমান ক্রিকেটে থ্রো ডাউন বোলাররা উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। এই মহূর্তে দয়ানন্দ ভারতের অন্যতম সেরা থ্রো ডাউন বোলার। যে ডান হাতে প্রায় ১৬০ কিলোমিটার এবং বাম হাতে প্রায় ১৩০ কিলোমিটার গতিবেগে থ্রো ডাউন বল করতে পারে দয়ানন্দ। দু হাতে লাগাতার বল ছোঁড়া ও ফিটনেস ধরে রাখা অত্যন্ত কঠিন এক কাজ যা সে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে তা ধরে রেখেছে।তার এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না মাটির বাড়িতে থেকেও অদম্য ইচ্ছে শক্তি আর খেলার নেশা তাকে আজ এই জাইগা তে পৌঁছে দিয়েছে। সচরাচর গ্রামীণ এলাকায় ডিউস বল খেলার চর্চা প্রায় নেই।
আরও পড়ুনঃ আইপিএল সফল হওয়ার জন্য ক্রিকেটারদের ধন্যবাদ জানালেন সৌরভ
সেরকম একটা গ্রামীণ পরিবেশ থেকে আজ ভারতীয় টিমে জায়গা করে নেওয়াটা শুধু কঠিন কাজ নয়, যেকোনো কারো জীবনের একটা বড়ো চ্যালেঞ্জ। আজ থেকে প্রায় পনেরো বা ষোল বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার জামিত্যা গ্রাম থেকে একটি ছোট ছেলে কোলাঘাট ক্রিকেট ক্লাব ৮০ তে আসে নেহাতই ক্রিকেট অনুশীলনের জন্য কোলাঘাট রূপনারায়ণ নদীর ধারে কাঠচরা মাঠে। ছিপছিপে দেহের গড়ন। অসম্ভব বডি ফিটনেস। ছোট থেকেই নিজের ইচ্ছাতেই খুব সুন্দর ম্যাসাজ করতে পারত। মিডিয়াম পেস বল করতো। এই সুবাদে কলকাতায় যাওয়া। পরবর্তীকালে পুলিশ ক্লাবের সাথে যুক্ত হয়।
আরও পড়ুনঃ বংশিহারিতে মাটির আসনে পূজিত হন ঐতিহ্যবাহী মাটিয়া কালী
নিজেকে মূল খেলা থেকে সরিয়ে স্পোর্টসের ফিটনেস ট্রেনিং এর দিকে অর্থাৎ ম্যাসিয়র হিসেবে প্রতিষ্ঠিত করতে লাগে। ইতিমধ্যে স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা সংক্রান্ত কোর্স করে নিয়েছিল। তারপরেই অন্ধ্রপ্রদেশ রঞ্জি টিমে ফিল্ডিং কোচ কাম ফিজিও হিসেবে সুযোগ পাওয়া তাঁর জীবনের প্রথম সাফল্য। আর এই সাফল্যের পেছনে দয়ানন্দর নিজের ক্লাবের প্রশিক্ষক কোলাঘাটের কৌশিক ভৌমিক (লাট্টু) ছাড়া মূলতঃ বাংলা রঞ্জি দলের ট্রেনার সঞ্জীব দাস (হারুদা) বাবুর অবদান অনস্বীকার্য।
অনেক বছর আগে পূর্ব মেদিনীপুর জেলা থেকে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিল অশোক দিন্দা। নৈছনপুর এক্সপ্রেস। দুজনেই যে গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসেছে তা মোটেও ক্রিকেটের অনুকূল ছিল না। দয়ানন্দর সাফল্য কোলাঘাট-সহ নিজের গ্রাম যামিত্যাবাসীর কাছের গর্বের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584