ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
রেমডিসিভির পর করোনার নতুন ওষুধ পেল ভারত। অক্সিজেনের নির্ভরতা কমাতে সক্ষম এই ওষুধ। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে হাহাকার। হাসপাতালে মিলছে না বেড, অক্সিজেন, আকাল পড়েছে ভ্যাকসিনেও। এবার আশার আলো দেখাতে চলেছে করোনার নতুন ওষুধ ২DG।
দেশে দৈনিক সংক্রমণ ৪ লক্ষের বেশি, মৃত্যুও পেরিয়েছে চার হাজারের গণ্ডি। পাশাপাশি কমছে দৈনিক সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন। যেখানে শুক্রবার সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৩১ হাজার ৫৯৭ জন। এমন পরিস্থিতিতে ডিআরডিও এবং ড: রেড্ডিজ ল্যাবের অ্যান্টিভাইরাল ড্রাগ ২DG -কে ছাড়পত্র দিল ডিসিজিআই।
Drugs Controller General of India approves anti-COVID drug developed by DRDO for emergency use: Defence Ministry
— Press Trust of India (@PTI_News) May 8, 2021
Clinical trial showed 2-DG drug helps in faster recovery of hospitalised patients, reduces supplemental oxygen dependence: Defence ministry
— Press Trust of India (@PTI_News) May 8, 2021
ডিসিজিআই জানিয়েছে, করোনা আক্রান্ত রোগীদের ওপর ট্রায়ালে পরীক্ষামূলকভাবে সফল এই ২DG । এটি অক্সিজেনের ওপর নির্ভরতা কমাতে সক্ষম। তাই জরুরীভিত্তিতে অনুমোদন পেল করোনার এই প্রতিষেধক। এখন দেখার কতটা কার্যকরী হয়ে ওঠে এই প্রতিষেধক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584