স্পুটনিক লাইট- প্রথম সিঙ্গল ডোজ টিকার তৃতীয় পর্বের ট্রায়ালের ছাড়পত্র দিল ডিসিজিআই

0
81

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ভারতীয় নাগরিকদের ওপর রাশিয়ার স্পুটনিক লাইট সিঙ্গল ডোজ ভ্যাকসিনের তৃতীয় পর্বের ট্রায়ালের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া(DCGI)। এর আগে গত জুলাই মাসে জরুরি ভিত্তিতে স্পুটনিক লাইট ব্যবহারে রাজি হয়নি ডিসিজিআই। তবে এবার ডিসিজিআই তাদের তৃতীয় পর্বের ট্রায়ালের ছাড়পত্র দিল, জানিয়েছে ডিসিজিআই-এর স্পেশ্যাল সাবজেক্ট কমিটি।

Sputnik light
সৌজন্যেঃ এনডিটিভি

ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে স্পুটনিক ভি ভ্যাক্সিনের প্রয়োগ। গত বছর থেকে ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্টের সঙ্গে যৌথ উদ্যোগে ড. রেড্ডি ল্যাবের তরফে স্পুটনিক ভি টিকা প্রয়োগ করা হচ্ছিল। এর পরে ড. রেড্ডি ল্যাবের থেকে এই টিকার বিশদ তথ্য চেয়ে পাঠায় ডিসিজিআই-এর স্পেশ্যাল সাবজেক্ট কমিটি।

এই তথ্যগুলি বিশ্লেষণের পরে ডিসিজিআই জানিয়েছে স্পুটনিক ভি-এর সব উপাদানই রয়েছে স্পুটনিক লাইটে। এরপরেই মেলে তৃতীয় পরবের পর্বের ট্রায়ালের ছাড়পত্র। উল্লেখ্য, সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে স্পুটনিক লাইটের সিঙ্গল ডোজের টিকা করোনা মোকাবিলায় ৭৮.৬ থেকে ৮৩.৭ শতাংশ কার্যকরী। যা স্পুটনিক-ভি-এর দুটি ডোজের চেয়েও বেশি।

আরও পড়ুনঃ দৈনিক সংক্রমণ বাড়লেও কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যা, একদিনে মৃত ৩০০-র কম

অন্যদিকে, পুনের সেরাম ইন্সটিটিউটের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এবার রাশিয়ার স্পুটনিক-ভি টিকাও তৈরি করবে তারা। সেপ্টেম্বর মাস থেকেই উৎপাদনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে সেরামের এবং জানা গিয়েছে প্রথম দফায় মোট ৩০০ মিলিয়ন টিকার ডোজ উৎপাদন হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here