পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
লরি ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশের এক এএসআইয়ের। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার কানকি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃত পুলিশ কর্মীর নাম সফিউল ইসলাম ও সেভিক ভলেন্টিয়ার (চালক)-এর নাম কামরুল হক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এএসআই সফিউল ইসলাম ও কামরুল হক ইসলামপুর থানায় কর্মরত ছিলেন। আরও জানা গিয়েছে ছোট গাড়ি নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডিউটিরত অবস্থায় ইসলামপুরে যাচ্ছিলেন। সে সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিভিক ভলান্টারিয়ার (চালক) কামরুল হকের। এএসআই পুলিশ কর্মী সফিউল ইসলামকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
আরও পড়ুনঃবর্ষবরণের রাতে পথ দূর্ঘটনায় মৃত্যু তিন বাইক আরোহীর
পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী বলেন, বছরের শুরুতেই এএসআই সফিউল ইসলাম ও কামরুল হকের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। এএসআই সফিউল ইসলাম খুব ভালো একজন পুলিশ কর্মী ছিলেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক লরিকে আটক করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584