মনিরুল হক, কোচবিহারঃ
ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটে কোচবিহারের হরিণ চওড়া এলাকায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও বাইকটি ঘুঘুমারির দিকে যাচ্ছিল। রাস্তা ভাঙা থাকার দরুন নিয়ন্ত্রন হারিয়ে গাড়ির নীচে চলে যায় ওই বাইক চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতয়ালি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পুলিশ এসে দেহ উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে শুরু হয় যান চলাচল।
আরও পড়ুনঃকেশপুরে এনআরসি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী ড: সৌমেন
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুভাষ চক্রবর্তী (৪৫)। তার বাড়ি কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ি এলাকায়। মঙ্গলবার কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কের হরিণচওড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584