যোগী রাজ্য যেন মৃত্যু উপত্যকা! এবার মিলল বালিতে পোঁতা শতাধিক মৃতদেহ

0
82

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

কিছুদিন ধরেই লাশ ভেসে আসার খবরে আতঙ্কিত গোটা দেশ। এরপর আবারও খবরের শিরোনামে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের উন্নাওয়ে গঙ্গার ধারে মিলল বালির নিচে পোঁতা কয়েকশো মৃতদেহ। প্রত্যেকটি মৃতদেহ গেরুয়া কাপড়ে মোড়ানো। নদীর ধারে দুটি জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে।

dead bodies | newsfront.co
গেরুয়া কাপড়ে মোড়ানো বালিতে পোঁতা দেহ। ছবি সৌজন্যেঃ এএনআই

স্থানীয়দের চোখে পড়লে প্রশাসনে খবর দেওয়া হয়। মনে করা হচ্ছে, মরদেহগুলি করোনা আক্রান্ত। দাহ না করে এভাবে বালিতে কবরস্থ করা হয়েছে। অভিযোগ উঠেছে, মৃতদের পরিবারকে না জানিয়েই দেহগুলি সমাধিস্থ করে দেওয়া হয়েছে।উন্নাও জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, মৃতদেহগুলি করোনা আক্রান্ত কি না তার সঠিক প্রমাণ মেলেনি।

আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে নদীতে ভাসছে একাধিক মৃতদেহ, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

ইতিমধ্যেই আধিকারিকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, কিছুদিন আগে ঠিক একই দৃশ্য দেখা গিয়েছিল বিহার ও উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায়। ভেসে আসতে দেখা গিয়েছিল ৪০-৫০টি পচাগলা মৃতদেহ। যা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here