মনিরুল হক, কোচবিহারঃ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। ঘটনাটি ঘটেছে শুক্রবার কোচবিহার ১ নং কালীঘাটের তোর্সা নদীতে। মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজনরা। সেই খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের লোক ভিড় জমায় সেখানে। পরে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। নদী থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম দুলাল সূত্রধর। তার বাড়ি বকুলতলায় এলাকায়। তিনি পেশায় কাঠমিস্ত্রির কাজ করত।
মৃত ব্যক্তির ভাই বলেন-” মঙ্গলবার দিন দাদা ৯ টার সময় বাড়ি থেকে বের হয় তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। থানায় অভিযোগ করতে গেলে বলেন ২৪ ঘন্টার আগে অভিযোগ নেওয়া যাবে না। আজ আমরা খবর পাই আমার দাদার তোর্সা নদীতে মৃতদেহ পাওয়া গেছে।” প্রাথমিক ভাবে মনে হচ্ছে নেশা করে নদীতে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। কি কারনে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584