শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
নিজের বাড়ির সামনে থেকেই উদ্ধার হল এক করোনা রোগীর রক্তাক্ত দেহ।বুধবার সাতসকালে নারকেলডাঙা মেন রোডের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন ওই করোনা রোগী রামকিশোর কেজরিওয়াল। তবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে ফুলবাগান থানার পুলিশ।
পুলিশ জানতে পেরেছে, নিহত রামকিশোর পেশায় ব্যবসায়ী, নারকেলডাঙা মেন রোডের আবাসনে থাকতেন তিনি। গত মাসেই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। করোনা পরীক্ষা করা হলে গত ২৭ জুলাই রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। তার বেশ কয়েক জন আত্মীয়ও মারণ ভাইরাসে আক্রান্ত হন।
সকলেই ছিলেন হোম আইসোলেশনে। বুধবার সকালে ঠিক আবাসনের সামনেই রামকিশোর কেজরিওয়ালের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া ফুলবাগান থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
আরও পড়ুনঃ রেড রোডে পুলিশ কুচকাওয়াজের মাঝে ফের বেপরোয়া গাড়ির ধাক্কা, ধৃত সাংবাদিকতার ছাত্র
মৃতের পরিবারের দাবি, মাসদুয়েক আগে একজন প্রোমোটারের মাধ্যমে একটি ফ্ল্যাট কেনার চেষ্টা করছিলেন রামকিশোর কেজরিওয়াল। ওই ফ্ল্যাট কেনার জন্য প্রোমোটারকে ২ কোটি টাকাও দিয়েছিলেন তিনি।তবে প্রোমোটার টাকা নেওয়ার পরেও তাঁকে ফ্ল্যাট হস্তান্তরিত করেননি।
আরও পড়ুনঃ বেলেঘাটায় ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতীর
সে কারণে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ। তার পর করোনা সংক্রমণে আরও দুশ্চিন্তা বেড়ে যায়। সেই কারণে আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। তবে ওই ব্যক্তি খুন হয়েছেন কি না, তা জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584