মোহনা বিশ্বাস, হুগলীঃ
সোমবার সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল সিমলাগড়ে। সিমলাগড়ের চাঁপাহাটি গ্রামের একটি জঙ্গল থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় গ্রামের বেশ কয়েকজন কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত শিশুটিকে উদ্ধার করে পান্ডুয়া থানার পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এর আগেও ওই একই জায়গায় একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ছিল স্থানীয়দের। যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে শাস্তির দাবীও জানিয়েছিল এলাকাবাসীরা। সম্প্রতি অর্চনা মন্ডল নামে ওই গ্রামেরই এক বাসিন্দা গর্ভবতী ছিলেন বলেও জানায় স্থানীয়রা।
আরও পড়ুন: সিমলাগড়ে সদ্যজাতর দেহ উদ্ধার
এরপরই ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে মঙ্গলবার সিমলাগড়ের চাঁপাহাটি গ্রাম থেকেই অর্চনা মন্ডল-কে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ। অর্চনার স্বামীর নাম শিবু মন্ডল। স্বামী মুরগীর ব্যবসা করে বলে জানায় অর্চনা। এর আগেও তার এক শিশুকে এই জঙ্গলেই ফেলে দিয়েছিল অর্চনা। কেন একই ঘটনার পুনরাবৃত্তি করছে সে, তা জানা যায়নি। আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয় অর্চনাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584