সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
টানা সাত দিন পর অবশেষে ভরত মন্ডলের নিথর দেহ ফিরল মুর্শিদাবাদের নিজ বাড়িতে। রানীনগরের রাজাপুর পশ্চিম কলোনি পাড়ার ঘটনা। গত প্রায় সাত দিন আগে মুর্শিদাবাদের চর রাজনগর এলাকায় চাষের জমিতে কাজে গিয়ে মৃত্যু হয় ভরত মণ্ডল নামের ওই ব্যক্তির।

পরিবার সূত্রে খবর, গত শনিবার চাষের জমিতে কাজে যায় ভরত মন্ডল। তারপর সন্ধ্যা নাগাদ বাড়ি না ফেরায় বিএসএফ ক্যাম্পে অভিযোগ জানায় পরিবার। পরের দিন জানা যায়, হ্যান্ডকাপ পরিহিত এক মৃতদেহ পাওয়া গিয়েছে বাংলাদেশ সীমান্তে।

আরও পড়ুনঃ রাণীনগরে উদ্ধার ১২ টি সকেট বোমা
পরিবারের অভিযোগ, বিজিবি দ্বারাই ভরত মণ্ডলকে মারা হয়েছে। আজ ভারত বাংলাদেশ বিজিবি এবং বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভরত মণ্ডলের মৃতদেহ হস্তান্তর করা হয় বিওপি রাজানগরের ক্যাম্পে। তারপর মৃতদেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে রানীনগর থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584