ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা

0
185

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অস্বাভাবিক মৃত্যু হল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের। বৃহস্পতিবার রাতে কড়েয়ার ব্রডস্ট্রিট এলাকায় তার বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় তার দেহ। বাড়ির কোথাও খুঁজে না পেয়ে সাড়ে ১১ টা নাগাদ তাঁকে বাথরুমে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

Sarbari Dutta | newsfront.co
শর্বরী দত্ত

সঙ্গে সঙ্গে দেহ বাইরে এনে ডাকা হয় পারিবারিক বন্ধু ও চিকিৎসক অমল ভট্টাচার্যকে। তিনি এসে পরীক্ষা করে শর্বরীদেবীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে কড়েয়া থানা ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।

আরও পড়ুনঃ বালুরঘাট ট্রাফিক ওসি’র অস্বাভাবিক মৃত্যু

শর্বরী দত্তের ছেলে অমলীন দত্ত জানিয়েছেন, বুধবার রাতে শর্বরীদেবী পরিবারের সকলের সঙ্গে শেষবার দেখা হয়। নিজের খাওয়া নিয়ে তিনি রুমে ঢুকে যান। বৃহস্পতিবার সারাদিন তাঁর কোনও খবর না পাওযায় তাঁরা মনে করেছিলেন কোনও কাজে হয়তো বাইরে গিয়েছেন। রাতে বাথরুমে দেহ পড়ে থাকতে দেখা যায়। তার কানে চোট পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ নিখোঁজ করোনা রোগীর দেহের হদিস মেডিক্যাল কলেজের মর্গে

যদিও এই বয়ান বিশ্বাস হয়নি পুলিশের। এক পরিবারে কি করে সারা দিন ধরে কেউ শর্বরীদেবীর খোঁজ রাখলেন না, তিনি কোথাও গিয়েছেন জানতেন না, তা বিশ্বাসযোগ্য নয়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবারই এনআরএস হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই মামলা নিয়ে তদন্ত এগোবে পুলিশ।

ফ্যাশন দুনিয়ায় একটি ট্রেন্ড তৈরি করেছিলেন তিনি। তিনিই একমাত্র মহিলা ফ্যাশন ডিজাইনার যাঁর হাত ধরে একের পর এক পুরুষ পোশাক অনন্যতা লাভ করেছে। তাঁর হাত ধরেই আসে ছেলেদের রঙিন ধুতি। টলিউড তাঁর কাছে ঋণী। এহেন গুণী শিল্পের কারিগরের মৃত্যুতে শোকের ছায়া টলিউড তথা ফ্যাশন দুনিয়ায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here