বাড়ি ফিরল মনিপুরী জঙ্গি হামলায় নিহত জওয়ানের দেহ

0
96

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

বাড়ি ফিরল মনিপুরী জঙ্গি হামলায় শহীদ শ্যামল দাসের নিথর দেহ। গত পরশুদিন মণিপুরে জঙ্গি হামলার শিকার হয় আসাম রাইফেল। যার জেরে এক অফিসার সহ মোট ৬ জন ঘটনাস্থলে প্রাণ হারান। তার মধ্যে ছিলেন মুর্শিদাবাদের বীর জওয়ান শ্যামল দাস।

Indian Army
গান স্যালুট। নিজস্ব চিত্র

সোমবার মনিপুর থেকে মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত কীর্তিপুর গ্রামে শহীদ শ্যামল দাসের নিথর দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে শ্যামল দাসের পরিবার সহ গ্রামবাসী সকলেই। রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শ্যামল দাসের শেষকৃত্য সম্পূর্ণ হল আজ বিকেলে।

Murshidabad Martyr
বাড়ি ফিরল শহীদ জওয়ানের মৃতদেহ। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের বীর পুত্র শ্যামল দাসের শেষকৃত্য দেখবার জন্য ভিড় জমিয়েছিল অগণিত সাধারণ মানু। শ্যামল দাসের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও শেষকৃত্যে অংশীদারিত্ব করবার জন্য উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজাম্মন, মুর্শিদাবাদ জেলাশাসক শরৎকুমার ত্রিবেদী, মুর্শিদাবাদ জেলা আরক্ষা আধিকারিক কে শবরি রাজকুমার, খড়গ্রামের বিধায়ক আসিস মার্জিত সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ মনিপুর জঙ্গি হানায় শহীদ খড়গ্রামের বীর জওয়ান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here