শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
জাতীয় স্তরের শ্যুটারের মৃত্যু ঘিরে রহস্য! হাওড়ার বালিতে যে হোস্টেলে তিনি থাকতেন, সেখান থেকেই উদ্ধার করা হয়েছে ২৮ বছর বয়সী কণিকা লায়েকের ঝুলন্ত দেহ। এর মধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেখান থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ ছিল ধানবাদের বাসিন্দা প্রতীম লায়েকের কন্যা কণিকা লায়েকের। জয়দেব কর্মকার নামে এক প্রশিক্ষকের অধীনে তিনি প্রশিক্ষণ নিচ্ছেলেন। ২০২০ সালের জানুযায়ি মাসে ঝাড়খণ্ডে রাজ্যস্তরের শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেন তিনি। জিতেছিলেন সোনা ও রুপার পদক। তারপর দামি রাইফেল কেনার ইচ্ছে থাকলেও তা করতে পারেননি। সেই সঙ্গে প্রত্যাশামতো ক্যারিয়ারে সাফল্য না পাওয়ায় অবসাদে ভুগছিলেন। সম্পত্রি হাওড়ার বালিতে হোস্টেলে থাকতেন।
বুধবার হোস্টেলের দোতলার ঘর থেকে উদ্ধার করা হয় কণিকার ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধারের সময় একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, খেলাধুলোয় আশানুরূপ ফল না পাওয়ার অবসাদ থেকেই এই চরম সিদ্ধান্ত বলে সুইসাইড নোটে দাবি করেন কণিকা।
আরও পড়ুনঃ প্রেমে প্রত্যাখিত হয়ে ফিল্মি কায়দায় প্রেমিককে কাছে টেনে হত্যার চেষ্টা প্রেমিকার
জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসেই বিয়ের কথা ছিল কণিকার। এ নিয়ে কোনো সমস্যাও ছিল না। প্রাথমকিভাবে মনে করা হচ্ছে, ক্যারিয়ার নিয়ে অবসাদের কারণেই আত্মহত্যা করেন কণিকা। এ বিষয়ে মৃতের পরিবার ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় তদন্তকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584