নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দীর্ঘ টানাপোড়েনের পর কেরালা থেকে অবশেষে ঘরে ফিরল জলঙ্গীর আশাদুল ইসলামের নিথর দেহ। গত ৫ জুন কেরালার কান্নুর জেলায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ফরিদপুর অঞ্চলের আশাদুল মন্ডল নামে এক ব্যক্তির। আশাদুলের পরিবার স্থানীয় নেতাকে জানালে কোন ব্যবস্থা করতে পারেন নি। অবশেষে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের নেত্রী খাতুন রাকেশ রৌশান ও ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার একান্ত সহযোগিতায় ও বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রচেষ্টায় ঘরে ফিরল মৃতদেহ।
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ছাত্র পরিষদের নেত্রী খাতুন রাকেশ রৌশান ও আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘জলঙ্গীর কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি তৌফিক জামান জানিয়েছিলেন কেরালার ট্রেনে কেটে পড়া আশাদুল মন্ডলের পরিবার আমাদের সহযোগিতা চাইছে। আমরা তখনই জানিয়েছিলাম সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। অবশেষে তার সাহায্যে ও সহযোগিতায় মৃতদেহ ঘরে ফিরল।’
আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনায় আক্রান্ত টোটো চালক
অন্য দিকে মৃতের বাবা ও ভাই জানিয়েছেন, ‘খাতুন রাকেশ রৌশান, আব্দুর রাজ্জাক মোল্লা এবং আমাদের সকলের প্রিয় কংগ্রেস নেতা দাদা অধীর রঞ্জন চৌধুরীর প্রচেষ্টায় আমাদের ঘরের ছেলে আশাদুলের শেষ মুখটা দেখতে পেলাম।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584