বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
অবশেষে স্ত্রীর হাতে খুন হওয়া স্বামী পিন্টু ভৌমিকের মৃতদেহ উদ্ধার হল।রবিবার ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের কাছে মহানন্দা ক্যানেল থেকে মৃতদেহটি উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ।
জানা গিয়েছে যে, ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় মহানন্দা ক্যানেলে একটি মৃতদেহ ভেসে ওঠে রবিবার সন্ধ্যা নাগাদ।এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে।এরপরেই সনাক্ত করা হয় যে মৃতদেহটিকে পিন্টু ভৌমিকের।
আরও পড়ুনঃ স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে মৃত পিন্টুর দেহের খোঁজে তল্লাশি অব্যাহত
এরপর পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
উল্লেখ্য চলতি মাসের ৬ তারিখে পিন্টু ভৌমিকের স্ত্রী হাতে খুন হয় পিন্টু ভৌমিকে। এরপর পিন্টু ভৌমিকের স্ত্রী সুমনা ভৌমিক ও প্রেমিক মলিন সিং পিন্টুর দেহ ফেলে দেয় শিলিগুড়ি ফুলবাড়ির তিস্তা ক্যানেলে।
শনিবার দিনভর ফুলবাড়ির তিস্তা ক্যানেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়নি মৃতদেহটি।এরপর ফের আজকে সকাল থেকেই দিনভর তল্লাশি চলায়। অবশেষে উদ্ধার হল মৃতদেহটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584