নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ধানের খেত থেকে এক দশম শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে শোরগোল পড়ে যায় হরিশ্চন্দ্রপুরে। বুধবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ২ ব্লকের আলঙ্গী গ্রামের মাঠে।
মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা প্রথমে ওই ছাত্রীর পচা-গলা মৃতদেহ দেখতে পান। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম মেহেরুন খাতুন (১৮)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রঙাইপুর গ্রামে। সে চিতলীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ।
আরও পড়ুনঃ গ্রামে ঢুকতে বাধা পরিযায়ী শ্রমিকদের
মৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুদিন আগে ওই ছাত্রী হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার কোন হদিশ পাওয়া যায়নি।
দুদিন পরে হরিশ্চন্দ্রপুর থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। প্রেমঘটিত কারণে মেয়েটিকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পরিবারের সদস্যদেরও এই একই অভিযোগ। গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584