সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বিয়ের ঠিক পাঁচ মাসের মধ্যে বছর বাইশের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো তারই ঘরের মধ্যে থেকে। এই ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বগাখালির নয়হাজিরী গ্রামে।
স্থানীয় ও পরিবার সূত্রে, মৃত উদ্ধার হওয়া যুবকের নাম বিনোদ সরদার, পেশায় গাড়ির ড্রাইভার। তার বিবাহ হয়েছিল বাংলা আষাড় মাসে নোদাখালি থানার ডাঙ্গারিয়া মেথরের মোড়ের বাসিন্দা অর্পিতা সরদারের সঙ্গে। দেখাশোনা করে বিবাহ হয় ।
ছেলেটির পরিবারের লোকজনেদের অভিযোগ যে, ছেলেটি তার মা বাবার কথা শুনে চলতো বলে অশান্তি করতো তাদের বৌমা অর্পিতা সরদার।
আরও পড়ুনঃ কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে যাদবপুর থানা ঘেরাও বিজেপির
অর্পিতা তার বাপের বাড়িতে ঘর জামাই থাকার কথা বলতে থাকে বিনোদকে। কিন্তু ছেলে বিনোদ রাজি না হওয়ায় কারণে ঝগড়াঝাঁটি করে। রাত ১২টা নাগাদ বৌমা অর্পিতা তার বাবা মাকে ডেকে বাপের বাড়িতে চলে যায়।
পাশাপাশি অর্পিতা ফোন করে ছেলেটিকে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। ঠিক অন্যআন্য দিনের মতো রবিবার রাতে মেয়েটি যথারীতি ফোন করে ও ঝগড়াঝাঁটি করে। তারই জন্য বিনোদ সরদার গলায় দড়ির ফাঁস লাগিয়ে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত সিতাই
বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে আমতলা গ্রামীন হসপাতালে নিয়ে এলে চিকিংসকেরা মৃত বলে ঘোষণা করেন। আজ দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরে পাঠানো। ময়নাতদন্তের পর দেহ তুলে দেবে পরিবারের লোকজনেদের হাতে।
বিষ্ণুপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584