শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বন্ধ গোডাউনের ভিতর থেকে উদ্ধার হল কারখানার এক ঠিকা কর্মীর মৃতদেহ। বুধবার সকালে এই ঘটনা সকলের সামনে প্রকাশ্যে এলে রীতিমত চাঞ্চল্য ছড়ায়।

ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার গোরাপদ সরকার লেনের ডাল কারখানার ভিতরে। পুলিশ জানিয়েছে, মাথার পিছনে গভীর ক্ষত এবং গলায় ধারালো অস্ত্রের কোপে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ওই যুবকের। তার নাম রাহুল সাউ। সে নৈহাটির গৌরীপুরের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ওই যুবক ওই কারখানার গোডাউনের ঠিকা কর্মী ছিলেন। কিন্তু গোডাউন বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি ভিতরে কী করছিলেন, কে বা কারা কেন ওই যুবককে খুন করল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ এলআইসির নিয়োগ সংক্রান্ত মামলায় চাকরিপ্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করতে নির্দেশ হাইকোর্টের
এদিন সকালে কারখানা খুলতেই তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। চারপাশে রক্ত জমাট বেঁধে রয়েছে। এরপর তাঁরাই পুলিশে খবর দেন। উল্টোডাঙা থানা পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে আসে।
পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, কারখানার দরজা বাইরে থেকেই বন্ধ ছিল। তাই আততায়ীরা কোন পথে কারখানায় ঢুকল, তার খোঁজ শুরু হয়েছে। একই সঙ্গে রাহুলের মোবাইলের খোঁজও শুরু করেছে পুলিশ।
মনে করা হচ্ছে, কারখানার ভিতরে কারওর সঙ্গে বচসা হয়েছিল রাহুলের। তার জেরেই এই খুন। তবে তিনিও প্রথমে বেরিয়ে গিয়ে পরে ফের এসেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584