ভাস্কর ঘোষ, জঙ্গিপুর,১৩ মার্চঃ- ১ লক্ষ টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। মঙ্গলবার বিকালে ফরাক্কার চকসুজাপুর গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জামিরুল ইসলাম। ফরাক্কা থানার চকসুজাপুর গ্রামে তার বাড়ি। তার কাছে তল্লাসি চালিয়ে ১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সব নোটগুলি দু’হাজারের। ফরাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ওৎ পেতে বসেছিল। জাল টাকা নিয়ে জামিরুল চকসুজাপুর গ্রাম থেকে বেরোতেই পুলিশ তাকে আটক করে। তার কাছে তল্লাসি চালিয়ে ৫০ টি দু’হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে। তাকে তখন গ্রেপ্তার করে ফরাক্কা থানায় নিয়ে আসা হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584