নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কেরালায় আত্মঘাতী যুবকের নিথর দেহ ফিরল মুর্শিদাবাদের ডোমকলে নিজের বাড়িতে। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। মুর্শিদাবাদ ডোমকল পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাবেদ মণ্ডলের ছেলে আশিক ইকবাল মণ্ডল (২২) গত ৯ মে কেরালায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন।
রাজ্য সরকার ও মুর্শিদাবাদ জেলার সাংসদ আবু তাহের খানের সহযোগিতায় ও ডোমকল পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলামের একান্ত পরিশ্রমে কেরালা থেকে মৃতদেহ ফিরল ডোমকলের বাড়িতে।
আরও পড়ুনঃ ‘মিষ্টিমুখ’ করেই ঘুম উড়েছে গ্রামবাসীর
এই কথা জানান ডোমকল টাউন তৃনমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডল। তিনি আরো বলেন, ‘মৃত পরিবারের সদস্যদের আমরা সব রকম সাহায্য করব।’ এদিন মৃতদেহ আসার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙ্গে পড়ে আত্মীয়-স্বজন এবং গ্রামের মানুষ, শোকের ছায়া গোটা এলাকায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584