নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
এ এক আশ্চর্যজনক মুহূর্ত। মৃতপ্রায় এক সদ্যোজাতকে প্রাণ দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক চিকিৎসক।মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পাতন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।মৃত চিকিৎসকের নাম বিভাস খুটিয়া(৪৮)।
তাঁর বাড়ি পাঁশকুড়ার পুরাতন বাজার এলাকায়।ঘটনা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারীক নিতাইচন্দ্র মণ্ডল জানান,মৃত চিকিৎসক হাসপাতাল অন্ত প্রাণ ছিলেন।হাসপাতালে বাচ্চা প্রসবের পরেই লেবার রুমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
এই ঘটনায় চিকিৎসক সহ এলাকাবাসীরাও অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে,সোমবার রাত ৯টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের করন্দা এলাকার প্রসূতি মা সোনালী কুইলা মাজি পাতন্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন।মঙ্গলবার সকাল ১০টা ২৫মিনিট নাগাদ প্রসব যন্ত্রণা শুরু হতেই সোনালী দেবীকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়।
সেখানেই চিকিৎসক বিভাস খুটিয়া ও স্টাফ নার্স পারমিতা বেরা সন্তান প্রসবের প্রক্রিয়া শুরু করেন।সকাল ১১টা নাগাদ সোনালী দেবী কন্যা সন্তানের জন্ম দেন কিন্তু শিশুটি জন্মানোর পর কান্নাকাটি না করায় মেয়েটিকে ট্রেতে ওয়ার্মারে দেন।
এরপর তিনি নিজেই সদ্যোজাতর বুকে কম্প্রেসার দিতে শুরু করেন।মেয়েটির শরীরে প্রাণ এলেও সেই সময়ই তিনি আচমকাই অচৈতন্য হয়ে পড়েন।ওয়ার্মার সহ উল্টে পড়েন তিনি। তবে ওয়ার্মারে থাকা সদ্যোজাতকে ধরে নেন পারমিতাদেবী।
এরপর হাসপাতালের অন্যান্য কর্মীরা ওই চিকিৎসককে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। তবে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেও নবজাতকটিকে প্রাণ দিয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ঘাটালে পথদুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584