শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ
দিঘা ও আশেপাশের সমুদ্রে একের পর এক ডলফিনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়। কি কারনে এভাবে ডলফিনের মৃত্যু ঘটছে তা নিয়েই দুশ্চিন্তায় পরিবেশবিদরাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত্রি প্রায় ১০টা নাগাদ নিউ দিঘার ২নং ঘাটের কাছে মৃত ডলফিলটিকে দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা ; বেশ কয়েকদিন এই ডলফিনটির আগেই মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গভীর সমূদ্রে থাকলেও দিঘা বা তার আশেপাশের সমূদ্রের কিনারায় ডলফিন দেখতে পাওয়া প্রায় বিরল ঘটনা। অথচ গত কয়েক মাসে একাধিক ডলফিনের দেখা মিলেছে এই এলাকায়।
কিন্তু তার পর দিঘায় একের পর এক ডলফিনের মৃতদেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। তবে কি ডলফিন সহ সামুদ্রিক প্রাণীকুলের জীবন সংকটে !
দক্ষিণবঙ্গ মৎস্যজীবি ফোরামের দাবি মাছ ধরার নামে যথেচ্ছ বটম ট্রলিং এর জন্য দায়ী। মাছ ধরার নামে সমূদ্রের তলদেশের জীব বৈচিত্র সম্পূর্ণ ধ্বংস করা এবং সমূদ্রের প্রাণী কুলকে নষ্ট করার ফলে ডলফিনের মতো প্রানীদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। তাই বারে বারে ডলফিনের মতো প্রাণিরা খাবারের সন্ধানে পাড়ের দিকে ছুটে আসতে বাধ্য হচ্ছে।তাছাড়া যথেচ্ছ পরিমানে ট্রলার সমূদ্রে দাপিয়ে বেড়ানোর ফলে জালে আটকেও বহু প্রাণীর জীবন নষ্ট হচ্ছে।
আরও পড়ুনঃ ইরানের সামরিক মহড়ায় আক্রমণ, নিহত ২৫
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584