নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহিষাদলের গেঁওখালির কাছে মঙ্গলবার সন্ধ্যায় মৃত ডলফিনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো।
জানা গেছে, গেঁওখালির লোকনাথ মন্দিরের নিকট গতকাল সন্ধ্যায় মৃত ডলফিনের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ নবগ্রামে যুবকের রহস্য মৃত্যু, বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ডলফিনের দেহটিকে নদীর পাড় থেকে ডাঙ্গায় তোলা হয়। উদ্ধার হওয়া মৃত ডলফিনটি ৯ ফুট ২ ইঞ্জি দৈর্ঘ্যের এবং ওজনে ১৭৫ কেজি।
খবর পাওয়ার পর সারা রাত জেগে স্থানীয় মহিষাদল কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক শুভময় দাসের নেতৃত্বে ডলফিনের দেহ উদ্ধার করা হয়। জানা যায়, ডলফিনটির দেহ কলেজে সংরক্ষণ করা হবে। পূর্বে ভগবানপুর খালে একটি ডলফিন দেখা যায় এবং পরে সেটির মৃত্যু হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584