অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত পিতা-পুত্র

0
36

পিয়ালী দাস, বীরভূমঃ

হাসপাতালে চিকিৎসা করতে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে।

Dead father and son in ambulance rush
মৃত লতিফ শেখ এবং জহির শেখ। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল বেলা শান্তিনিকেতন থানার গুরুপল্লীর বাসিন্দা শেখ লতিফ তাঁর ছেলে শেখ জাকিরকে নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ডায়ালাইসিস করাতে যাচ্ছিলেন। সেসময় লাইক বাজার মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স সজোড়ে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সের গতিবেগ এতটাই বেশি ছিল যে হঠাৎ করে ওই বাইকটি সামনে চলে এলে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি অ্যাম্বুলেন্সের চালক। ধাক্কা এতটাই জোরালো ছিল যে, অ্যাম্বুলেন্সটিও পাল্টি খেয়ে যায়। মোটরবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অ্যাম্বুলেন্সটি অত্যন্ত বেপরোয়া গতিতে যাচ্ছিল। তার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা। বোলপুর থানার পুলিশ সূত্রে খবর মৃত্যু দুই ব্যক্তির নাম লতিফ শেখ এবং জহির শেখ সম্পর্কে বাবা ও ছেলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here