দিল্লির ধর্ম সভায় মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরার নিদান যাতি নরসিংহানন্দের, দায়ের হল অভিযোগ

0
75

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

যাতি নরসিংহানন্দ, হরিদ্বার ধর্ম সভায় ঘৃণা ভাষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দায়ের হয় মামলা, উত্তরাখন্ড পুলিশ গ্রেপ্তারও করে তাঁকে। প্রায় একমাস হল তিনি জামিনে মুক্ত। কিন্তু তাতে কি! এবার  দেশের রাজধানীতেই যাতি হিন্দুদের উদ্দেশ্যে বললেন মুসলিমদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এই ঘৃণা ভাষণ ও উস্কানি মূলক বক্তব্যের কারণে ফের অভিযোগ দায়ের হল যাতি-র বিরুদ্ধে। জানা গিয়েছে, দুই সাংবাদিককে হেনস্থা করা হয় এই সভায়। তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন।

hate speech yati narsinghanad in delhi
ছবিঃ ইন্ডিয়া টুডে

আরও পড়ুনঃ মাথায় হাত মধ্যবিত্তের, ৫ রাজ্যে ভোট মিটতেই ১২ দিনে ১০ বার বাড়লো জ্বালানীর দাম

এখনো ফিকে হয়নি উত্তর পূর্ব দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার স্মৃতি। সেই উত্তর পূর্ব দিল্লির বুরারি-তে দাঁড়িয়ে যাতি নরসিংহানন্দর উস্কানিমূলক ভাষণ । রবিবার  বুরারির এক ধর্মীয় সভায় সরাসরি যাতি নরসিংহানন্দ হিন্দুদের উদ্দেশ্যে বললেন মুসলিমদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিতে। দিল্লিতে ‘ হিন্দু মহা পঞ্চায়েত’ নামে এক ধর্মীয় সভায় একথা বলেন তিনি। সেভ ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফে জনৈক প্রীত সিং এই ধর্মীয় সভার আয়োজন করেন এমনটাই জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে।

 

হরিদ্বারের এক ধর্মীয় সভায় মুসলিমদের গনহত্যা করার কথা বলেন যাতি নরসিংহানন্দ, সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে এই ভিডিও ক্লিপ ঘিরে। দায়ের হয় মামলা। জানুয়ারি মাসে পুলিশ গ্রেপ্তার করে তাঁকে , জামিনে মুক্ত হন ১৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, এই ধর্ম সভায় ঘৃণা ভাষণের ঘটনায় উত্তরাখণ্ড সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চায় শীর্ষ আদালত। তারপরে হয় গ্রেপ্তারি। ধর্ম সভার আরেক ঘৃণা ভাষক প্রভানন্দ গিরি, যিনি বিজেপির খুবই ঘনিষ্ঠ , তিনি এক জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “ যা বলেছি তার জন্য আমি আদৌ লজ্জিত নই।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here