বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার দুপুরে শিলিগুড়ি মহানন্দা নদীতে ভেসে উঠল হাজার হাজার মৃত মাছ।তার মাছ ধরতে উল্লাসে মেতে সাধারণ মানুষ নেমে পড়ল নদীতে।যদিও ঘন্টাখানেকের জন্য মনে হচ্ছিল যে চলছে মৎস উৎসব।জানা গিয়েছে এদিন মহানন্দা নদীতে হঠাৎ ভেসে উঠে।সেই মাছ দেখতে ভীড় জমান সাধারণ মানুষ।এরপর নেমে পড়ে মাছ ধরতে।
অপরদিকে এই ঘটনার খবর পৌছায় শিলিগুড়ির মেট্রোপলিটন পানিট্যাঙ্কি ও খালপাড়া ফাঁড়ির পুলিশ।এর পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা।পরিবেশ প্রেমীরাও। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন দেখেন তারা।অন্যদিকে পুলিশ গিয়ে এরপরই সকলকে নদী থেকে উঠে আসতে বলেন।মাছ ধরা বন্ধ করার জন্য অনুরোধ করেন।এরপর লোকজন নদী থেকে উঠে আসেন।
মাছ ধরা বন্ধ করেন।এরপর পরিবেশপ্রেমী জোৎস্না আগরওয়াল জানান যে এত মাছ মহানন্দা নদীতে নেই।আর যে পরিমাণ মাছ তোলা হচ্ছে তা কোনদিনও ছিল না।কোন অজ্ঞাত বিষক্রিয়ার কারণেই হয়তো মাছগুলি ভেসে এসেছে।এগুলি সাধারণ মানুষ যদি খান তাহলে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন।এই কারণে পুরসভার উচিত এই জায়গাটিকে বেরিকেড দিয়ে মাছ তোলা বন্ধের ব্যবস্থা করা।
পুরসভার বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন,ছট পুজোর সময় এবং দূর্গা পূজার বিসর্জনের সময় এই জায়গায় যদি পুরসভার অধিকার থাকে,তবে এখানে মাছ তোলার ব্যাপারে অবশ্যই তাদের হস্তক্ষেপ করা প্রয়োজন।তার কারণ যে মানুষগুলি এখান থেকে মাছ তুলছেন তারা সকলেই শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত বাসিন্দা।তবে কি কারণে এই মাছ গুলি মারা গেল?কোথা থেকেই বা এত পরিমাণে মাছ নদীতে এল তা এখনও কিছুই জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584