নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
একদিকে যখন এনআরসি নিয়ে উত্তাল রাজ্য, আর এনআরসি ও সিএএ-র বিরোধিতা করে বর্তমান শাসক দল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। তারই মাঝে এনআরসি আতঙ্কে মৃত্যুর খবর উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলাতেও। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার জামবনি এলাকার।
জানা গেছে মৃতের নাম শরফুদ্দিন মির্জা। মৃতের পরিবারের অভিযোগ, দিন তিনেক ধরে নিজের আধার কার্ড, ভোটার কার্ড ও বাড়ির দলিল নিয়ে ছোটাছুটি করছিলেন শারিফুদ্দিন। শুক্রবার দুপুরে তিনি গড়বেতা তিন নম্বর বিডিও অফিসে যান কাগজপত্র ঠিক করার জন্য। বাড়িতে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথেসাথেই মৃত্যু হয় তার। এরপরই মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পরেই এনআরসি আতঙ্ক ছড়িয়েছে সারা বাংলা জুড়ে।
বলা হচ্ছে ৭১ সালের দলিল না থাকলেই বাদ পড়তে পারে এনআরসি থেকে নাম। সেই আতঙ্কের তাড়াতেই দিন তিনেক ধরে দফতরে ছুটছিলেন তিনি। আর এতেই মৃত্যু হয়েছে তার।
আরও পড়ুনঃফাঁসিদেওয়ায় এনআরসি-সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল যুব তৃণমূল কংগ্রেসের
অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, বয়সের ভারে স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে তার, এনআরসির সাথে তার মৃত্যুর কোন সম্পর্ক নেই। এমনকি মৃত্যু নিয়ে তৃণমূল জঘন্য রাজনীতি করছে বলেও দাবি গেরুয়া শিবিরের। শরফুদ্দিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584