বাবু হক,হাওড়াঃ
হাওড়া জেলার জয়পুর থানার আমরা গড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক চকজনার্দ্দন দক্ষিণ ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি মাকালদহ মহাকালীদহ মধ্যে জয়পুর এলাকায় হনুমানের উপদ্রব ক্রমশই বাড়ছে।
জমির ফসল, ডাঙ্গার ফসল,এমনকি গৃহে ঢুকেও কাঁচা আনাজ সবজি শুকনো খাবার ও গাছের পাতা হনুমানের দল,ঝাঁকের পর ঝাঁক এসে লণ্ডভণ্ড করে চলেছে এঘটনা বনবিভাগ জানা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি।ফলে এলাকার মানুষ অতিষ্ঠ জনজীবন বিপর্যস্ত হচ্ছে এলাকার শিশু বয়স্ক পথচলতি মানুষ হনুমানের উপদ্রবে পদে পদে বিপদের সম্মুখীন হতে হচ্ছে।আজও তার ব্যাতিক্রম ঘটেনি বলে জানা গেছে।আজকে বিকালে প্রায় ৪ ৩০ নাগাদ এলাকায় ১১হাজার বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার কাছে এক বিস্ময়কর আওয়াজ শুনে মানুষ জন দেখে এক হনুমান পাশের বাঁশ ঝাড় থেকে ঝাঁপ দিয়ে যেতে গিয়ে বিদ্যুৎ শকে হনুমানের ডান হাত কেটে নিচে পড়ে যায় ও বাম হাত ও দুই পা দিয়ে যেন ধরে বসে আছে।
কিন্তু এক নিমিষেই সব রাগ ক্ষোভ বিক্ষোভ শেষ এই ঘটনা ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতার ভিড় জমেছে। আর যাই হোক এই ভাবে মৃত্যু টা যেন কেউ মেনে নিতে পারছেনা এতো কিছুর পরেও কি টনক নড়বে বনবিভাগের?হনুমানের দল এলাকাটি ঘিরে রেখেছে, তাদের এক সাথী এভাবে যে চলে যেতে পারে তা বুঝে উঠার আগেই তার পার্শ্ববর্তী এলাকার ডাঙ্গার গাছ গাছালিতে দাপিয়ে বেড়াচ্ছে।ডাল খাই না পাতা খায়ের মত অবস্থা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584