টাইম ম্যাগাজিনের বিচারে পার্সন অফ দ্য ইয়ার জো বাইডেন-কমলা হ্যারিস

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করে আগামী জানুয়ারি মাসে হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন তিনি। এহেন সময়ের মধ্যেই আরও এক সুসংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের বিচারে পার্সন অফ দ্য ইয়ার শিরোপা পেলেন জো বাইডেন-কমলা হ্যারিস।

Joe Biden Kamala Harris | newsfront.co

পত্রিকার মুখ্য সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্থাল জানিয়েছেন, বাইডেন ও হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভাজনের রাজনীতির উপর একতার জয়কে বাস্তবায়িত করেছেন। ক্লান্ত পৃথিবীকে সুস্থ করে তোলার দিশা দেখিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। তাই তাঁদের এমন সম্মানে ভূষিত করা হচ্ছে।

আরও পড়ুনঃ চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত

বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে ম্যাগাজিনের তরফে বলা হয়, বাইডেন ও হ্যারিসের এই জয় এমন কিছুকে প্রতিনিধিত্ব করে যা ঐতিহাসিক। টাইম ম্যাগাজিনের তরফে জানানো হয়েছে, এ বছরের বর্ষসেরা ব্যক্তিত্বের দৌড়ে বাইডেন ও হ্যারিস ছাড়াও তালিকায় ছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যান্টনি ফাউচি ও তাঁর অতিমারী মোকাবিলার যোদ্ধারা, বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন।

আরও পড়ুনঃ বিখ্যাত ব্যক্তিদের ভুল উচ্চারিত নামের তালিকার শীর্ষে ভিঞ্চি থেকে কমলা হ্যারিস

কিন্তু সকলকে পিছনে ফিলে শীর্ষে উঠে এসেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। সেরা বিনোদন ব্যক্তিত্ব বা গোষ্ঠী হিসাবে কোরিয়ার ব্যান্ড বিটিএসকে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন। লস অ্যাঞ্জেলেস লেকার্সের তারকা বাস্কেটবলার লেব্রন জেমসকে সেরা অ্যাথলেট অফ দ্য ইয়ারের সম্মান জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here