হরষিত সিং, মালদহঃ
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ডুকে পড়ল একটি ট্রাক।ঘটনায় মৃত্যু হল দোকান মালিক গুরুতর জখম আরো পাঁচ জন।বুধবার রাতে মালদহের পুরাতন মালদার মুচিয়া বাস স্ট্যান্ড এলাকায় মালদা- নালাগোলা রাজ্য সড়কের পাশে দুর্ঘটনাটি ঘটে।আহতরা বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যবসায়ির নাম সুমন দেবনাথ(২৯)।

বাড়ি মুচিয়া গ্রামেই।মালদহ- নালাগোলা রাজ্য সড়কের পাশে মুচিয়া বাসস্ট্যান্ডে তার কাঠের দোকান রয়েছে। জানা গিয়েছে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ দোকানে বসে ছিলেন তিনি। সঙ্গে এলাকার আরো বেশ কয়েকজন ছিল।সেই সময় মালদহের দিক থেকে আসা একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই কাঠের দোকানে ঢুকে পড়ে।ট্রাকের নীচে চাপা পড়ে য়ায় সুমন দেবনাথ সহ বেশ কয়েকজন।স্থানীয়রা ছুটে গিয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে। মালদহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসককেরা সুমনকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর জখম অবস্থায় বাকী পাঁচ জনের চিকিৎসা চলছে মালদহ মেডিকেলে।তবে আহত পাঁচজনেরই অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন রাজকুমার শর্মা, গোকুল বিশ্বাস, শুভঙ্কর হালদার, দ্বিজেন্দ্রনাথ সরকার ও বীরেন্দ্রনাথ সরকার।অপরদিকে স্থানীয় বাসিন্দারা ঘাতক ওই ট্রাকের চালককে আটক করে ব্যাপক মারধোড় করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদহ থানার পুলিশ। চালককে উদ্ধার করে থানায় আনে। তবে ট্রাকটিকে সেখান থেকে আনতে গেলে বাসিন্দারা পুলিশকে বাধা দেয় ও মৃত এবং আহতদের ক্ষতিপূরণের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584