মাদারিহাটে হাতির হানায় মৃত ১

0
164

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Dead one by elephant attack at madarihat
ঘটনাস্থল।নিজস্ব চিত্র

গত কালের রেশ কাটতে না কাটতে আজ ফের খুনি হাতির আক্রমণে এক জনের মৃত্যু হল মাদারিহাটে।মাদারিহাট পূর্ব খয়েরবাড়ি বাসিন্দা হাউড়া উরাও আনুমানিক বয়স ৬৮ বছর।

Dead one by elephant attack at madarihat
মৃত।নিজস্ব চিত্র

জানা গেছে,গতকাল সন্ধ‍্যায় মাদারিহাট জামতলা বাজারে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্ত আর ফেরা হলো না বাড়ি।আজ সকালে পরিবারের লোকজন স্থানীয়রা খোঁজখুঁজি শুরু করে।তাদের কাছে খবর যায় জামতলা বাজারে সামনে রাস্তার ধারে তার মৃতদেহ পড়ে আছে।তারা সেই ঘটনাস্থলে পৌছে দেখে সেটা হাউড়া উরাও-র মৃত দেহ।

Dead one by elephant attack at madarihat
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

গতকাল সন্ধ্যায় হাতির পদপিষ্টে মৃত হয় তার।পরে ঘটনাস্থলে মাদারিহাট থানার পুলিশ ও জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠান।ক্রমাগত খুনি হাতির হানায় লোক মৃত্যুর ঘটনায় মাদারিহাট এলাকায় চাঞ্চল‍্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ হাতির হানায় ভাঙল ঘর,ক্ষতিপূরণের আশ্বাস

উল্লেখ্য,গত শুক্রবার ভোরেই এক বৃদ্ধাকে মেড়ে দেয় হাতি তার পর আজ আবার এই ঘটনায় রীতিমতো এলাকার বাসিন্দাদের মনে খুনি হাতির হানার আতঙ্ক দানা বেধেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here