ক্যারাম জুয়ায় হাতাহাতির জেরে এক ছাত্রের মৃত্যু

0
68

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

চায়ের দোকানের আড়ালে জুয়ার ঠেকে দুই নাবালক ছাত্রের হাতাহাতির ঘটনায় মৃত্যু হলো এক জনের।ঘটনাটি বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা এলাকায়।স্থানীয় সূত্রে খবর,শহরের কেঠারডাঙ্গা এলাকায় গুল মহম্মদ খান নামে এক জনের চায়ের দোকান রয়েছে।সেই চায়ের দোকানে এলাকার কমবয়সী ছেলেদের নিয়ে ক্যারাম খেলাকে নিয়ে জুয়ার আসর বসাতো এলাকায় ‘প্রভাবশালী’ হিসেবে পরিচিত গুল মহম্মদ খান।এলাকার মানুষ এই ঘটনার প্রতিবাদ করলেও কোন কাজ হয়নি।সোমবার এই ক্যারাম-জুয়াকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এই ঘটনায় স্থানীয় হাই মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ছাত্রের বাবা মা।নিজস্ব চিত্র

এই খবর কেঠারডাঙ্গা আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয়দের পক্ষ থেকে গুল মহম্মদ খানের নামে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।মঙ্গলবার পুলিশ গুল মহম্মদ খানকে আটক করে থানায় নিয়ে যায়।

উত্তেজিত জনতা। নিজস্ব চিত্র

এলাকাবাসীর অভিযোগ, এই ধরণের আরো কয়েকটি জুয়ার ঠেক এলাকায় রয়েছে। পুলিশকে বার বার জানিয়েও কোন কাজ হয়নি বলে তাদের অভিযোগ।

আরও পড়ুনঃ বর্ধমানে হাইড্রেন থেকে সদ্যজাত শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here