পথদুর্ঘটনায় মৃত পঞ্চায়েত প্রার্থী

0
343

নিজস্ব সংবাদদাতা,মালদহ ঃমোটর বাইকে করে মনোনয়ন জমা দিতে আসার পথে লড়ির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল পঞ্চায়েতের মহিলা কংগ্রেস প্রার্থীর। সোমবার সকাল দশটা নাগাদ ইংরেজবাজারের যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দূর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন কংগ্রেস কর্মী বাইক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। ঘাতক লড়িটিকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত কংগ্রেস প্রার্থীর নাম ববিতা সিংহ। একজন গৃহবধূ। স্বামী সনাতন সিংহ। পেশায় কৃষক। বাড়ি ইংরেজবাজার থানার কাঞ্চনডার মহারাজপুরে। তিনি ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর পঞ্চায়েতের ২২২ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী হয়ে এদিন মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন।

স্থানীয় এক কংগ্রেস কর্মীর বাইকে করে যাওয়ার পথে যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। লড়ির চাকায় পীষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা প্রার্থীর। গুরুতর জখম হয় বাইক চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে পাঠায়। পরে পুলিশ এসে দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় শোক প্রকাশ করে মালদা জেলা কংগ্রেসের সভা নেত্রী তথা সাংসদ মৌসম নূর বলেন,আমাদের এক পঞ্চায়েত প্রার্থী পথ দূর্ঘটনায় মৃত্যুর খবর পেয়েছি। বিকল্প ব্যবস্থা নিতে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here