সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ভাঙড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার চন্দনেশ্বর কালিতলা এলাকার ঘটনা।এদিন মামার বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু হয় বাইক আরোহী ওই যুবকের।মৃত যুবকের নাম আলিনুর মোল্লা।তার বাড়ি ভাঙড় থানার বনগ্রামে।
পুলিশ সূত্রে খবর জীবনতলায় মামার বাড়ি থেকে কালিকাতলা বাজার হয়ে বাইকে করে আলিনুর মোল্লা গ্রামের বাড়ির দিকে ফিরছিল।সেই সময় সোনারপুর ঘটকপুকুর রাস্তার উপরেই সামনাসামনি তার বাইকে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি।গাড়িটি সোনার পুরের দিকে থেকে ঘটকপুকুর এর দিকে আসছিল বলে জানায় পুলিশ।ঘটনার পরেই গাড়ি রেখে পালিয়ে যায় চালক।আহত অবস্থায় আলিনুর মোল্লাকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে নলমুড়ি হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু,উত্তপ্ত সুজানগর এলাকা
ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছিল সোনারপুর ঘটকপুকুর রাস্তা।পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পুলিশ ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584