নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
জেলায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের।
জানা যায়, একটি মাল বোঝায় লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।
ঘটনাটি ঘটেছে পুর্ব মেদিনীপুর জেলার পানিপারুল চৌমাথা মোড়ে। মৃতের নাম ঘনশ্যাম বেরা ( ৪০), মৃত পানিপারুলের লালপুলজারিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে মৃত ব্যাক্তি সাইকেলে করে যাচ্ছিলেন, সেই সময় রামনগরগামী একটি মাল বোঝায় লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ শুরু করে দেয় স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ রামনগর – পানিপারুল রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাই অবরোধকারী দের বুঝিয়ে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত কিরতে পাঠায়। পরে পুলিশি তৎপরতায় ঘাতক লরি সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় এগরা থানার পুলিশ।
অপর ঘটনাটি ঘটেছে জেলার রামনগর এগরা সড়কের বাসুলিপাটের কাছে। পানীয় জল আনতে বেরিয়ে একটি দ্রুতগতির মোটর বাইকের ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম ফুলপরি গিরি (৫৪)। তাঁর বাড়ি দক্ষিণ বাসুলিপাটে।
আরও পড়ুনঃ ব্যারাকপুরে স্বামীর রক্তাক্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্ত্রী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এগরা থেকে আসা একটি মোটরবাইক ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে।
এর ফলে মাথায় মারাত্মক চোট পান মহিলা। তাঁকে দ্রুত উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584