কালিম্পংয়ে সেতু ভেঙে মৃত ২,আহত ৫

0
28

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Dead two by bridge collapsed at Kalimpong
নিজস্ব চিত্র

সেতু মেরামতের কাজ করতে গিয়ে খাদে পরে মৃত্যু হল দুই যুবকের। এই ঘটনায় আহত আরও পাঁচ জন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের পাবরিতান গ্রাম পঞ্চায়েতের তুরুংখোলা এলাকার মুঙ্গসেল বস্তিতে। মৃতদের নাম এতরাজ রাই (২২) তেক বাহাদুর সুব্বা (২৪)।

Dead two by bridge collapsed at Kalimpong
নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে,তুরুনা নদীর উপর ১৯৮৬ সালে তৈরি একটি সেতু মেরামতের কাজ করতে গিয়েছিল ওই যুবকরা। মেরামতের সময় আচমকাই সেতুর একাংশ একাংশ ভেঙে পরে।খাদে পরে যান যুবকরা। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজে নামে। অপরদিকে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।

প্রত্যন্ত এলাকা হওয়ায় পুলিশ ও দমকল পৌঁছাতে দেরি হয়। এরপর কালিম্পং থানার পুলিশ ও দমকল পৌঁছে। ঘন্টাখানেকের চেষ্টার পর প্রত্যেককে উদ্ধার করা হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় এতরাজ রাইয়ের। অন্যদিকে তেকবাহাদুর রাইকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।আহতদের কালিম্পং হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ বাড়ির পাশের বাগান থেকে প্রাক্তন শিক্ষকের গলাকাটা দেহ উদ্ধার

তাদের মধ্যে রাজেন্দ্র সুব্বা, নাহাং সুব্বা, টিকারাম সুব্বা, বিবেক সুব্বা, শুকমান সুব্বা এই তিনজন গুরুত্বর আহত বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here