সুদীপ পাল,বর্ধমানঃ
সাপের ছোবলে মৃত্যু হল গলসি রায়পুর গ্রামের বাসিন্দা রানা বেগম (২২) নামে এক যুবতীর। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জানা যায়, মাটির বাড়ির মেঝেতে শুয়ে ছিলেন রানা। ভোরের দিকে তাঁর পিঠে ছোবল মারে সাপে। রানার দেহ ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। অন্যদিকে পূর্ব বর্ধমানের ভাতারের মাহাতা পঞ্চায়েত এলাকার বাগমারা ডাঙ্গার আদিবাসী পাড়াতেও সাপের ছোবল মারা যান বুধিন হেমব্রম (৩৫) নামে এক মহিলা। বাড়িতে সর্পদষ্ট হন তিনি।
গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে নিয়ে আসা হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে মৃত্যু হয় তাঁর। দিন পাঁচেক আগে বাড়ির মধ্যে সাপের ছোবলে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়েছিল।
আরও পড়ুনঃ ফালাকাটায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত দোকান
স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, তাঁকে প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। পরে হাসপাতালে যাওয়ার পথে তাঁর স্বামীর মৃত্যু হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584