নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ডেঙ্গুতে মৃত্যু হলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকের মঙ্গলপুর এলাকার বাসিন্দা মঞ্জু রাউল বয়স ৩৫ বৎসর,স্বামী রাধাকান্ত রাউল,মঞ্জু দেবী গত এক সপ্তাহ ধরে প্রচন্ড জ্বরে ভূগছিলেন।
স্থানিয় চিকিৎসকে দেখানোর পরে জ্বর না কমতে এগরা মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।দূর্গা পূজোর সময় এগরা মেদিনীপুরে হাসপাতালে ঠিক মতো ডাক্তার না থাকায় মঞ্জু দেবীর জ্বর একই অবস্থা থাকায় মঞ্জু দেবীকে উড়িষ্যার কটকে এক সোম নাসিং হোমে ভর্তি করা হয়।সোমবার নার্সিংহোমে সমস্ত রিপোর্ট করা পরে ধরা পড়ে ডেঙ্গু ৫ দিন এই নার্সিংহোমে ছিলেন মঞ্জু দেবী।৫ দিনের পরে মৃত্যু হয় মঞ্জু দেবী,মঞ্জু দেবীর স্বামী,এবং ছোট ছোট দুইটি ছেলে মেয়ে নিয়ে বসবাস করতো।এমনটাই বলেন মঞ্জু দেবীর ভাই বিকাশ বেরা।স্থানিয় চিকিৎসক সুধাময় মহান্তি বলেন “মঞ্জু দেবী এক সপ্তাহ ধরে প্রচন্ড জ্বরে ভূগছিলেন আমার কাছে এসে ছিলেন চিকিৎসার জন্য আমার ধারনা ছিল ডেঙ্গু বলে আমি এতটা রিক্স না নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা বলে দিয়ে ছিলাম।”
মঞ্জু দেবীর পরিবারের লোকেদের এলাকার পঞ্চায়েত সদস্য উত্তম পন্ডা বলেন “আমরা প্রশাসনিক ভাবে উপর মহলকে জানিয়ে ব্যাবস্থা নেবো এলাকায় জঙ্গল পরিস্কার এবং এলাকাময় পরিস্কার পরিচ্ছন্ন থাকে, ডেঙ্গু এবং অন্যান্য অসুখে না ভোগে এলাকার মানুষেরা তার ব্যাবস্থা নেওয়া হবে।”মঞ্জু দেবীর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসছে মঙ্গলপুর এলাকায়।
আরও পড়ুনঃ দুই বাইকের সংঘর্ষে মৃত এক ব্যক্তি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584